ঢাকা: নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৬ জনকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।
তাদের জামিন আবেদন নিয়ে রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেন, জমিন শুনানির আগে তাদের গ্রেফতার বা হয়রানি করা যাবে না। আগামীকাল তাদের করা আবেদনের ওপর শুনানি নেবেন আদালত।
এর আগে মতিউর রহমান, আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল, শুভাশিষ প্রামানিক শুভ ও কবির বকুল আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এর আগে ১৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর আদালত।