Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল দু’টি স্কুল


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুইটি স্কুল পুড়িয়ে দিয়েছে। স্কুল দুইটির নাম তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ও বকশিগঞ্জ আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আগুনে শ্রেণি কক্ষ, ল্যাপটপ, কম্পিউটার, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মূল সনদপত্র পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ভোর রাতে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ বাজার এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হঠাৎ করেই বিদ্যালয়ে দুইটিতে আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে অফিস কক্ষ, শ্রেণি কক্ষ, ল্যাপটপ, কম্পিউটার, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মূল সনদপত্র পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুল দুইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠান দু’টিতে ৮০০ শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মূল সনদপত্র পুড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। এছাড়া জড়িতদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর