Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়লার স্তূপ থেকে ভেসে এলো শিশুর কান্না


১৯ জানুয়ারি ২০২০ ১৮:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পশ্চিম শহীদ নগর এলাকার একটি কারখানার পেছনে ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কন্যা শিশুটি সুস্থ আছে।

স্থানীয় এক পথশিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৯ জানুয়ারি) সকালে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে জানান, রাকিব (১৩) নামে এক পথশিশু আবর্জনার মধ্যে কাগজ কুড়াতে গিয়েছিল। নবজাতকের কান্না শুনতে পেয়ে সে স্থানীয় যুবক ইমরানকে জানায়। ইমরান থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।

কে বা কারা শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে একটি ব্যাগে করে ফেলে রেখে গেছে। উদ্ধার করার পর প্রথমে শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে সমাজসেবা অধিদফতরের ‘ছোট মনি নিবাসে’ রাখা হয়েছে— বলেন প্রিটন সরকার।

বিজ্ঞাপন

নবজাতক শহীদ নগর