শাহ আমানতে বিমানে তল্লাশিতে মিলল ৫২ পিস সোনার বার
১৯ জানুয়ারি ২০২০ ২০:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি করে ৫২ পিস সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ছয় কেজি ওজনের এই সোনার দাম সাড়ে তিন কোটি টাকারও বেশি।
রোববার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে তল্লাশি করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম সারাবাংলাকে জানান, সকাল পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে (বিজি-১৪৮) তল্লাশি চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় প্যাকেটে মোড়ানো সোনার বারগুলো পাওয়া গেছে।
জব্দ করা সোনার বারের ওজন ছয় দশমিক ৮৪ কেজি। দাম প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।
ফাইল ছবি
কাস্টমস বিমানে তল্লাশি শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর সোনার বার উদ্ধার