Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ৩ দিনব্যাপী বিমসটেক চলচ্চিত্র ও গণমাধ্যম সম্মেলন শুরু


১৯ জানুয়ারি ২০২০ ২১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক বিমসটেক চলচ্চিত্র, গণমাধ্যম ও সাংবাদিকতা অধ্যয়ন সম্মেলন। রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাবির টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্য দেশসমূহ- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম। বিভাগের চেয়ারম্যান হাবিবা রহমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল তামিলনাড়ু ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. বি পি সঞ্জয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিপ্লবের অন্যতম চালিকা শক্তি হচ্ছে মিডিয়া। আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি। বঙ্গবন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের শততম জন্মবার্ষিকী সামনে রেখে প্রথমবারের মত গণমাধ্যম এবং সিনেমার মত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এই কনফারেন্স আয়োজন নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ।’

বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বলেন, ‘আমি আশা করি এই কনফারেন্সটি একটি নিয়মিত বার্ষিক কনফারেন্সে পরিণত হবে এবং বিমসটেকের বিভিন্ন দেশের গবেষকগণ তাদের নিজেদের মধ্যে জ্ঞানচর্চার একটি ক্ষেত্র তৈরি করতে পারবে।’

তিনদিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন সেশনে দেশ-বিদেশের গবেষকরা চলচ্চিত্র, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে ৩২টি প্রবন্ধ উপস্থাপন করবেন। কনফারেন্সের সমাপনী পর্ব ২১ জানুয়ারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সেদিন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কানাডার অধ্যাপক ড. ইউজি ঝাউ।

চলচ্চিত্র ও গণমাধ্যম সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় বিমসটেক

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর