Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


১৯ জানুয়ারি ২০২০ ২১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ ভেচকি সুলতান হাওলাদারের বাড়ির দক্ষিন পাশের ধানক্ষেত থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ওই অজ্ঞাত যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙ এর জ্যাকেট ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হানিফ মাল বলেন, রোববার বিকেলে স্থানীয় কৃষকরা ধানক্ষেত দিয়ে যাওয়ার সময় মাটিচাঁপা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে অমাকে খবর দেন। খবর পেয়ে আমি মঠবাড়িয়া থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে ওই অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ মাটিচাঁপা দেওয়া অবস্থায় উদ্ধার করে।

বিজ্ঞাপন

মঠবড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। অজ্ঞাত মরদেহের নাম পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

মঠবাড়িয়া

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর