Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইট বাতিল


১৯ জানুয়ারি ২০২০ ২১:৫২

বরিশাল: যান্ত্রিক ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী জানান, বিমান বাংলাদেশের ফ্লাইটটি যথাসময়ে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। বিমানটি এখন রহমতপুর বিমানবন্দরে রয়েছে। সমস্যা সমাধানে ঢাকা থেকে একটি দল বরিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বাতিল হওয়া বিমানের ফ্লাইট রি-সিডিউল করা হয়েছে। আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় সেটি বরিশাল থেকে ছেড়ে যাবে। যেসব যাত্রী সেই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে, বাকিদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

ফ্লাইট বাতিল বরিশাল বিমানবন্দর বিমান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর