Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে লাইনচ্যুত নকশীকাঁথা, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ


১৯ জানুয়ারি ২০২০ ২১:৫৭

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হয়েছে গোয়ালন্দ থেকে খুলনাগামী ট্রেন নকশীকাঁথা। এতে করে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ কখন শুরু হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছ।

সাফদারপুরের স্টেশন মাস্টার ওলিয়ার রহমান জানান, সাফদারপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। রাতে মালবাহী ট্রেনটি স্টেশন ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে খুলনার উদ্দেশে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটিকেও ছাড়ার জন্য সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি স্টেশন পয়েন্ট পার হওয়ার সময় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আরও জানান, বর্তমানে ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন পাঠাতে খুলনাকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে। তবে কখন নাগাদ রিলিফ ট্রেন আসতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

টপ নিউজ ট্রেন যোগাযোগ বন্ধ নকশীকাঁথা ট্রেন লাইনচ্যুত

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর