Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিথি পাখি শিকার বন্ধ করতে পাবনার ডিসিকে নির্দেশ


২০ জানুয়ারি ২০২০ ০১:২৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিথি পাখিদের কলতানে মুখরিত বিল

ঢাকা: সুদুর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখি শিকার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাবনার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার(এসপি) সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে এ আদেশ দেন।

অতিথি পাখির শিকার নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা লিপি। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিজ্ঞাপন

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্রেণির অসাধু পাখি শিকারিসহ কিছু সৌখিন শিকারি এই অনৈতিক কাজ করছেন। প্রতিবছর শীতের মৌসুমে সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকৌড়ি, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন জাতের অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে আসে উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলসহ পদ্মার চরাঞ্চলে। এ বছরও শীতের শুরুতেই ঐ সকল পাখি গাজনার বিল ও পদ্মার চরাঞ্চলসহ আশপাশের বিলে আশ্রয় নিয়েছে।

অতিথি পাখি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর