Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপি’র নতুন প্রধান হচ্ছেন জে পি নাড্ডা


২০ জানুয়ারি ২০২০ ১০:৩৩

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সোমবার (২০ জানুয়ারি) থেকে বর্তমান সভাপতি অমিত শাহের স্থলাভিষিক্ত হতে পারেন বলে জানিয়েছে কয়েকটি দলীয় সূত্র। খবর এনডিটিভি।

জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় নিজের মনোনয়ন পত্র দাখিল করবেন নাড্ডা। তারপর বিনা প্রতিদ্বন্দ্বীতায় তার পার্টি প্রধানের পদে নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

নতুন সভাপতির দায়িত্বগ্রহণ উপলক্ষে বিজেপি সদর দফতরে জমকালো অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা রয়েছে। বিজেপির সব পর্যায়ের অংশীদাররা এই আয়োজনে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ এই আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সভাপতি হিসেবে জগৎ প্রকাশ নাড্ডার নাম প্রথমে প্রস্তাব করেন পার্টির সাবেক প্রধান ও সংসদীয় কমিটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য অমিত শাহ্‌, রাজনাথ সিং এবং নীতিন গাড়কারি। পরবর্তীতে বিজেপি জাতীয় কাউন্সিলের অন্যান্য সদস্যরাও ওই প্রস্তাবকে সমর্থন করেন।

এদিকে, রোববার ( ১৯ জানুয়ারি) দিনভর বিজেপির উচ্চপদস্থ নীতিনির্ধারকদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সবকিছু পর্যালোচনা করে দেখা গেছে, সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জগৎ প্রকাশ নাড্ডার নাম এসেছে। তাই আজকের সকল আনুষ্ঠানিকতা শেষে শুধুমাত্র পার্টি প্রধান হিসেবে তার নাম ঘোষণাই বাকি রয়েছে।

এর আগে, ২০১৯ সালের জুনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে লিখেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বিঘ্নে দায়িত্ব পালন করার লক্ষ্যে তিনি পার্টি প্রধানের পদ থেকে অব্যাহতি চান। তারপর থেকেই বিজেপির নতুন পার্টি প্রধান খোঁজা হচ্ছিল।

বিজ্ঞাপন

বিজেপির নতুন প্রধান হিসেবে নাড্ডার দায়িত্ব হবে দিল্লি এবং বিহার বিধানসভার নির্বাচন যা ইতোমধ্যেই বিজেপির জন্য জেতা কঠিন হয়ে গেছে, সেখানে বিজেপির কর্তৃত্ব ফিরিয়ে আনা।

জগৎ প্রকাশ নাড্ডারও রয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) উজ্জ্বল ক্যারিয়ার। ছাত্রনেতা হিসেবে তিনি দীর্ঘদিন আরএসএসের নেতৃত্ব দিয়েছেন।

অমিত শাহ্ জগৎ প্রকাশ নাড্ডা নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর