ইন্দোনেশিয়ায় ব্রিজ ভেঙ্গে নয় জনের মৃত্যু
২০ জানুয়ারি ২০২০ ১২:৪৬
ইন্দোনেশিয়ার বেংকুলু প্রদেশের সুমাত্রা দ্বীপে অতিবৃষ্টির কারণে একটি পথচারী পারাপারের ব্রিজ ভেঙ্গে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। পথচারীরা ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ার পর তীব্র স্রোতে ভেসে গিয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন একজন। স্থানীয় দুর্যোগ প্রশমণ বিভাগের কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ বিভাগের মুখপাত্র আগুস উইবো জানিয়েছেন, দুর্ঘটনায় পতিত ১৭ তম ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা। ৩০ জন পথচারী সেসময় একসঙ্গে এই ব্রিজের ওপর অবস্থান করছিলেন। যাদের অধিকাংশই ছাত্র। তাদের অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরেই ব্রিজটি ভেঙ্গে পড়তে পারে বলে জানানো হয়েছে।
এর আগে, রোববার (১৯ জানুয়ারি) ওই ব্রিজটি ভেঙ্গে পড়ে। ওই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃতচিত্র হাতে পাওয়া যাবে।