Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাররা ভোট দিতে পারলে জয় আমাদের সুনিশ্চিত: তাবিথ


২০ জানুয়ারি ২০২০ ১৪:২১

ঢাকা: চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা মনে করি পরিস্থিতি ১ ফেব্রুয়ারি পর্যন্ত এরকম থাকলে, ভোটাররা ভোট দিতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত।’

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মিরপুরের পল্লবী এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এসময় যত বাধাই আসুক চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয়ও ব্যক্ত করেন এ মেয়রপ্রার্থী।

তাবিথ বলেন, ‘আমরা যখনই প্রচারণা শুরু করি ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমাদের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ছে, আমরা দেখছি জনমত আমাদের পক্ষে রয়েছে, সাধারণ জনগণের পক্ষে রয়েছে। আমরা দুর্নীতি, দুঃশাসন, ডেঙ্গু ও দূষণ থেকে যেমন মুক্তি চাই, সেভাবে আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।’

তাবিথের পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, ‘জাতীয়বাদী দলের বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা। যেন সব রাজনৈতিক দল জনকল্যাণে কাজ করতে পারে। আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, আগামীতে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে যত বাধাই আসুক সব চ্যালেঞ্জ মোকাবিলা করবো ইনশাআল্লাহ।’

এগারোতম দিনে তাবিথের গণসংযোগে অংশ নিয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব, জয়লুল আবদীন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিলটনসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন তাবিথ আউয়াল মেয়রপ্রার্থী


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর