Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শি জিন পিংয়ের নাম অশ্লীল অনুবাদ, ক্ষমা চেয়েছে ফেসবুক


২০ জানুয়ারি ২০২০ ১৪:২৯

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মিয়ানমার সফরের সময় স্টেট কাউন্সিলরের অফিস থেকে বার্মিজ ভাষায় প্রকাশিত ফেসবুক পোস্টের ইংরেজী অনুবাদের সময় শি জিন পিংয়ের নামের অনুবাদ দেখানো হয় ‘পায়ুপথ’। শি জিন পিংয়ের সফরের দ্বিতীয় দিন থেকেই এই অনুবাদ দৃশ্যমান হতে শুরু করে। যান্ত্রিকত্রুটির কথা উল্লেখ করে এই অনুবাদ বিভ্রাটের জন্য রোববার (১৯ জানুয়ারি) ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, যান্ত্রিকত্রুটির কারণেই শি জিন পিংয়ের নামের অনুবাদ অশুদ্ধ আকারে দেখা যাচ্ছিল। সেই সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, বার্মিজ মিয়ানমারের জাতীয় ভাষা। মিয়ানমারের জনসংখ্যার দুই তৃতীয়াংশ এই ভাষায় কথা বলেন। ফেসবুক স্বীকার করেছে যে, শি জিন পিংয়ের বার্মিজ ভাষায় ইনপুট তাদের ডেটাবেজে ছিল না। যে কারণে ‘শি’ লেখার সঙ্গেসঙ্গে তা বার্মিজ ভাষার অন্তর্গত ‘পায়ুপথের’ সঙ্গে মিলিয়ে অনুবাদ এরকম হয়ে যায়।

 

 

 

অং সান সু চি ফেসবুক মিয়ানমার শি জিন পিং


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর