মহাকাশ প্রতিরক্ষা বিভাগ তৈরি করছে জাপান
২০ জানুয়ারি ২০২০ ১৫:৫২
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, মহাকাশ প্রতিরক্ষা বিভাগ তৈরি করছে জাপান। এর নাম হবে দ্য স্পেস ডোমেইন মিশন ইউনিট। এ বছরের এপ্রিল থেকে এই ইউনিট জাপানের প্রধানমন্ত্রীর ভাষণে তিনি এ কথা জানান। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।
তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত দেশটির মহাকাশ প্রতিরক্ষা বিভাগের সাথে নিবিড়ভাবে সংযুক্ত থাকবে এই ইউনিট। এছাড়াও, মহাকাশ অভিযানে সম্ভাব্য হুমকি এবং ঝুঁকি মোকাবিলায় এ ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে।
এছাড়াও, সাইবারস্পেসে জাপানী স্যাটেলাইটগুলোকে লক্ষ্য করে আসা তড়িৎচুম্বকীয় বাধা মোকাবিলায়ও এই ইউনিট কাজ করবে। চীন ও রাশিয়ার পক্ষ থেকে জাপানী স্যাটেলাইটগুলো ধ্বংসের হুমকি দেওয়ার পর থেকেই এ বিষয় নিয়ে কাজ শুরু করে জাপান সরকার। সংসদের বক্তৃতায় এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী।
২০২২ সাল পর্যন্ত ২০ সদস্য নিয়ে টোকিওর পশ্চিমাঞ্চলীয় ফুচু সাবআর্বের বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহার করবে এই ইউনিট। প্রাথমিকভাবে অন্যান্য বাহিনীর জন্য স্যাটালেইট যোগাযোগ ও গতিবিধি পর্যবেক্ষণ করবে এই মহাকাশ নিরাপত্তা ইউনিট।