Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে আটা সংকট চরমে, আমদানির সিদ্ধান্ত


২০ জানুয়ারি ২০২০ ১৬:৩৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আটার ঘাটতিতে দেশটির রুটির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে। এ পণ্যের ঘাটতি মেটাতে এবার ৩ লাখ টন আটা আমদানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্স।

পাকিস্তানের পণ্যবাজারে আটার ঘাটতির কারণে রুটিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে। এছাড়া আটার মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে রুটির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। খোচরা দোকানগুলিতে আটা পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে শেহরাজ খান নামের এক রুটি দোকানদার রয়টার্সকে বলেন, অতিরিক্ত দামে আটা কেনার কারণে ৮ রুপিতে একটি রুটি বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে রুটি দোকানদাররা রুটি বিক্রিও বন্ধ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া ইমরান খান সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে বেশ কয়েকবার জ্বালানী গ্যাসের দাম বেড়েছে। এতেও পণ্যের দামে প্রভাব পড়েছে। এদিকে সম্প্রতি পাকিস্তানের এনার্জি প্রাইসিং রেগুলেটর কমিটি আরও একবার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। যা ইমরান খান সরকার শীঘ্রই অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আটা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার (২০ জানুয়ারি) দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে। তবে দেশটিতে আটার প্রথম চালান শীঘ্রই পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানা যায়। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি আটার প্রথম চালান দেশটিতে পৌঁছাবে।

আটা পাকিস্তান

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর