লিবিয়া সংকটে বেড়েছে তেলের দাম
২০ জানুয়ারি ২০২০ ১৭:১০
দুই সপ্তাহের মধ্যে আরও একবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লিবিয়ায় জেনারেল খলিফা হাফতার অনুগত সেনাদের অভিযানে দুটি বড় তেলক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
এ রিপোর্ট লেখার সময় প্রতি ব্যারেল ক্রুড ওয়েল বিক্রি হচ্ছে ৬৫ ডলারেরও বেশি দরে। এর আগে গত ৯ জানুয়ারি প্রতি ব্যারেল তেলের দাম ৬৬ ডলারে বিক্রি হয়েছিলো। গত কয়েক সপ্তাহ ধরে তেলের দামের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে গত দুই সপ্তায় দামে উর্ধ্বমূখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি চূড়ান্ত হওয়া চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিও এ পণ্যের দাম বৃদ্ধিতে প্রভাব রাখছে।
রোববার লিবিয়ায় খলিফা হাফতারের অনুগত সেনারা দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দুটি বড় তেলক্ষেত্রে দখল করে। এ দুটি তেলক্ষেত্রের পাইপলাইন বন্ধ করে দেওয়ার ফলে লিবিয়া থেকে বিশ্ববাজারে তেলের সরবরাহ অনেকটাই কমে যায়। ওপেকের সদস্য দেশ লিবিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় সোমবারই বাজারে দামে প্রভাব পড়ল।
উল্লেখ্য, লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতা নিয়ে দুটি শক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। রাজধানী ত্রিপোলিভিত্তিক ফায়েজ আল সারাজ সরকারকে সমর্থন দেয় জাতিসংঘ। এ সরকারকে উৎখাত করতে সেনাবাহিনীর প্রভাবশালী জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী গৃহযুদ্ধে লিপ্ত হয়।