‘ওয়ান টাইম’ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে চীনে
২০ জানুয়ারি ২০২০ ১৭:৫৮
বিশ্বের যে দেশগুলো সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করে তার অন্যতম চীন। দেশটি সম্প্রতি ‘ওয়ান টাইম’ প্লাস্টিক ব্যবহার বন্ধে পরিকল্পনা নিয়েছে। খবর বিবিসির।
রোববার (১৯ জানুয়ারি) দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফোর্ম কমিশন এই পদক্ষেপের কথা জানায়। আগামী ৫ বছরে তা বাস্তবায়ন করা হবে।
অপচনশীল প্লাস্টিক ব্যাগ ২০২০ সালের শেষ নাগাদ চীনের প্রধান শহরগুলোতে নিষিদ্ধ করা হবে। সারাদেশে তা বন্ধ হবে ২০২২ সালের মধ্যে। রেস্টুরেন্টগুলোও ২০২০ সালের পর আর ব্যবহার করতে পারবে না বিদ্যমান ওয়ান টাইম স্ট্র। ০.০২৫ থেকে পুরু প্লাস্টিকের উৎপাদন ও বিক্রিও বন্ধ হচ্ছে।
২০১৭ সালের এক পরিসংখ্যানে জানা যায়, সে বছর চীন ২১৫ মিলিয়ন টন গৃহ বর্জ্য সংগ্রহ করে। যদিও সরকারিভাবে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য মিলেনি। এর দশ বছর পূর্বেও চীন ৬০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করত।
চীনের সবচেয়ে বড় ময়লার ভাগাড়টি নির্দিষ্ট সময়ের প্রায় ২৫ বছর আগেই বর্জ্যে পূর্ণ হয়ে গেছে। এটি প্রায় ১০০টি ফুটবল মাঠের সমান।