Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়িয়ে সংসদ বিল উত্থাপন


২০ জানুয়ারি ২০২০ ১৯:০৯

সংসদ ভবন থেকে: ভোটার তালিকা হালনাগাদের সময় সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার বিধান রেখে ‘ভোটার তালিকা সংশোধন আইন-২০২০’ বিল ও ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন-২০২০’ বিল সংসদে উত্থাপিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে ‘ভোটার তালিকা সংশোধন আইন-২০২০’ বিলটি উত্থাপন করেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এর আগে একই দিন রোড ট্রান্সপোর্ট করপোরেশন অর্ডিন্যান্স ১৯৬১ রহিত করে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন-২০২০’ বিলটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিল দুটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

‘ভোটার তালিকা সংশোধন আইন ২০২০’ বিলে ২০০৯ সালে প্রণীত ভোটার তালিকা আইনের ১১ ধারার ১ উপধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে ‘জাতীয় ভোটার দিবসে’র সাথে মিল রেখে কম্পিটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানয়ারির পরিবর্তে ‘২ জানুয়ারি থেকে ২ মার্চ’ প্রতিস্থাপন করার প্রস্তাব করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৩০ দিন থেকে বেড়ে ৬০ দিন হবে।

এদিকে ১৯৬১ সালে প্রণীত ৩৫টি ধারা সম্বলিত ‘রোড ট্রান্সপোর্ট করপোরেশন অর্ডিন্যান্স’ স্থলে আইনটি যুগোপযোগী করতে ২৯ ধারা সমন্বয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন-২০১৯’ প্রণয়ন করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে আইনটি মন্ত্রিসভায় পাস হয়। বিলে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন -২০২০’-এর জন্য এক হাজার কোটি টাকা মূলধনের প্রস্তাব করা হয়েছে। এই মূলধন একশ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকবে। অবশিষ্ট ৪৯ শতাংশ শেয়ার জনগণের কাছে বিক্রির বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিলে ২৩ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’ পরিচালনা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। এতে স্থানীয় সরকার, মন্ত্রিপরিষদ, অর্থ, সড়ক পরিহবন ও মহাসড়ক এবং জননিরাপত্তা বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ডিটিসিএ, সড়ক ও জনপথ অধিদফতর, শেয়ার হোল্ডারদের প্রতিনিধি এবং প্রশাসনিক বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

বিল ভোটার তালিকা সংসদ হালনাগাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর