Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট দলের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে পাকিস্তান


২০ জানুয়ারি ২০২০ ১৯:৪৯

ঢাকা: তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক সদস্য ও ব্যবস্থাপকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে পর্যায়ক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকায় পাকিস্তান মিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আগামী ২৪ জানুয়ারি লাহোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাইকমিশন খেলোয়াড়, ব্যবস্থাপনা ও নিরাপত্তা সদস্যসহ মোট ৩৩ জনের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে।

ওই বার্তায় আরও জানানো হয়, আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজকে ঘিরে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করে যাচ্ছে। দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ দল পাকিস্তান সফর করছে। পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেটারদের অনেক বেশি ভক্ত রয়েছে, বিশেষত তরণেরা, যারা তাদের প্রিয় খেলোয়াড়দের মাঠের খেলা দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এই ক্রিকেট সিরিজকে কাভার করতে বাংলাদেশ থেকে কয়েকটি মিডিয়া দলও পাকিস্তান সফর করছে।

ক্রিকেট জাতীয় টপ নিউজ পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর