Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাররা শঙ্কায়: তা‌বিথ


২১ জানুয়ারি ২০২০ ১১:৫৭

ঢাকা: ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভয়-ভী‌তি ছাড়া নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন ক‌মিশনের প্রতি দাবি জা‌নিয়েছেন ঢাকা উত্তর সি‌টি করপোরশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএন‌পির মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। তিনি বলেন, ‘যেভাবে প্রতিনিয়ত পরিস্থিতি বদলাচ্ছে তাতে ভোটাররা এখন শঙ্কায়। এজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গ‌াবতলীর পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরুর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তা‌বিথ আউয়াল বলেন, ‘ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছেন। ইভিএম ভোট নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা সেটি নিয়ে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।’

ইসি নির্বাচনের তা‌রিখ নিয়ে বিতর্কের সৃ‌ষ্টি করে‌ছিল, এখন তা‌রিখ নিয়ে সুষ্ঠু সমাধানে আসতে পেরেছেন উল্লেখ করে বিএনপির মেয়রপ্রার্থী বলেন, ‘তাই আমরা আশা করবো ভোটারদের ভোট দেওয়ার প‌রিবেশও তৈ‌রি করবে। এখন আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটা‌ররা ভোট দিতে পারলে ধানের শীষের বিজয়‌ নি‌শ্চিত।’


অভিযোগ করে তাবিথ আউয়াল বলেন, ‘আবারও আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। লিফলেট কেড়ে নেওয়া হচ্ছে। বি‌ভিন্ন ধরনের বাধা দেওয়া হচ্ছে। এভাবে চললে ভোটা‌ররা ভয়ের মধ্যে থাকবে। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না।’

তাবিথের বারোতম দিনের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন- বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উদ্দীন আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি ও তার অঙ্গ সহযো‌গী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

তাবিথ আউয়াল নিরপেক্ষভাবে ভোট নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর