ঢাকা: রাজধানীর গাবতলীর আনন্দনগরের তেলের মিল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তাবিথ।
বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে জয় বাংলা স্লোগানে হামলার ঘটনা ঘটে। প্রচারণা চালানোর সময় পেছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। আমার শরীরেও ইট এসে পরে।’ ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাবিথ।
তাবিথ বলেন, ‘আমরা সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ আমাদের পেছনে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়।’
তবে দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালমা বেগম বলেন, ‘এ রকম কোনো হামলার খবর আমরা এখনও জানি না।’
ভোটাররা শঙ্কায়: তাবিথ
হামলার পর ৯ নম্বর ওয়ার্ড এলাকা ছেড়ে গিয়ে কল্যাণপুরের দিকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির এই মেয়রপ্রার্থী।
এই হামলার ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভয়ভীতি ছাড়া নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছিলেন তাবিথ আউয়াল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘গতকালও আমাদের মাইক-লিফলেট কেড়ে নেওয়াসহ বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে।’