মিন্নির মামলা বাতিলের আবেদন খারিজ
২১ জানুয়ারি ২০২০ ১৭:২১
ঢাকা: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা থেকে মিন্নির নাম বাতিল চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মামলাটি খারিজ করে দেন।
আদালতে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সঙ্গে ছিলেন আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খান।
রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে গত ১ জানুয়ারি অভিযোগ (চার্জ) গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।
পরে এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে জামিনে থাকা মিন্নি চলতি সপ্তাহে হাইকোর্টে আবেদন করেন। কিন্তু এরই মধ্যে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাওয়ায় হাইকোর্টে আবেদনটি শুনানি না করার জন্য ফেরত চান তার আইনজীবীরা। পরে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।