Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা


২১ জানুয়ারি ২০২০ ১৮:১১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাড়ি থেকে ঘুম থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ভাগ্যধন চাকমা (৩৩) ওই এলাকার মৃত বরুণ বিকাশ চাকমার ছেলে।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভাগ্যধনের স্ত্রী জবারাণী চাকমা জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে পাঁচ থেকে ছয় জন এসে আমার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে। বাড়ির পাশের মাঠের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে যায়। তবে আমার স্বামী আর ফিরে আসেনি।

ভোর পর্যন্ত অপেক্ষার পরও ভাগ্যধন ফিরে না এলে স্বজনদের বিষয়টি জানানো হয়। সবাই মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি জঙ্গলে ভাগ্যধনের মরদেহ পাওয়া যায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল আলম মজুমদার সারাবাংলাকে বলেন, ভাগ্যধনের লাশ পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি তদন্তসাপেক্ষ পরবর্তী সময়ে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

কুপিয়ে হত্যা যুবককে হত্যা সাজেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর