Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত, প্রবাসী ও কয়েদিদের ভোট দেওয়ার বিষয় খতিয়ে দেখবে ইসি


২১ জানুয়ারি ২০২০ ১৮:৩২

ঢাকা: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মৃত, প্রবাসী ও কয়েদিরা ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনে সবাই সরসরি কেন্দ্র দখল করেছে, মিছিল করেছে। এছাড়া মৃত মানুষ, প্রবাসী ও জেলে থাকাদের ভোটও দেওয়া হয়েছে। ইভিএমে ভোট ডাকাতি হয়। চট্টগ্রামের ভোটে তা প্রমাণ হয়েছে।’

এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘বিএনপির অভিযোগের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে যদি কোনো মৃত ভোটারকে জীবিত পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তারা একটি তালিকা দিয়েছে। সে অনুযায়ী তদন্ত করে তাদের বক্তব্য নেওয়া হবে। যদি মৃত, প্রবাসী বা কারাগারে থাকলেও ভোট নেওয়া হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা নেবে কমিশন।’

এদিকে ইভিএম’র পরিবর্তে ব্যালট পেপারে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট নেওয়ার জন্য বিএনপির দাবির বিষয়ে মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন ব্যালট পেপারে ভোট করার বা ইভিএম বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি।’

ইসি কয়েদী প্রবাসী ভোট মৃত

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর