ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নতুন হাইকমিশনারের পরিচয় পেশ
২১ জানুয়ারি ২০২০ ২১:৫৬
ঢাকা: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান মঙ্গলবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার ভারতীয় মিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ডিসেম্বরে রাষ্ট্রদূত মেহাম্মাদ ইমরানকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের হাই কমিশনারের দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রদূত মেহাম্মাদ ইমরান ১৯৮৬ ব্যাচের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ পেশাদার কূটনীতিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
পেশাগত জীবনে রাষ্ট্রদূত মেহাম্মাদ ইমরান উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি জেদ্দা, বন, বার্লিন ও অটোয়ায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কলকাতা ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের দায়িত্বও পালন করেন।