Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ


২২ জানুয়ারি ২০২০ ০৬:১৬

ফাইল ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় আবারো নতুন করে দুর্ভোগে পড়েছেন মানুষজন।

শীতের সঙ্গে কনকনে ঠাণ্ডায় ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে জেলার বাসিন্দাদের। এর আগে টানা প্রায় এক মাস শৈত্যপ্রবাহ চলার পর উষ্ণতা কিছুটা বৃদ্ধি পায়। এ অবস্থা এক সপ্তাহ চলার পর সোমবার (২০ জানুয়ারি) বিকেল থেকেই তাপমাত্রা ফের নিম্নগামী হতে থাকে। এদিন রাত থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে, এতে শীত বাড়তে থাকে।

বিজ্ঞাপন

অন্যদিকে ঘন কুয়াশায় দিনে সূর্য ঢেকে থাকায় আরও বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কুড়িগ্রাম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর