Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো সমস্যা সমাধানে সব সময় আতিকুলকে পাশে পাবেন: ডা. শায়লা


২২ জানুয়ারি ২০২০ ০৯:০২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম বলেছেন, যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তবে যেকোনো সমস্যা সমাধানে সব সময় আতিকুল ইসলামকে পাশে পাবেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১২ নম্বরের বিভিন্ন বস্তিতে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

ডা. শায়লা বলেন, ‘তিনি (আতিকুল ইসলাম) যখন হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন প্রতিটা মুহূর্তে চেষ্টা করে গেছেন আপনাদের কাজ করে যেতে। মিরপুরের বস্তিতে যখন আগুন লাগে তখন তিনি সেখানে ছুটে আসেন। যদি আবার আপনাদের ভোটে তিনি নির্বাচিত হন তবে যেকোনো সমস্যা সমাধানে সব সময় পাশে পাবেন তাকে।

বিজ্ঞাপন

এদিন রাজধানীর সাত্তার মোল্লা বস্তি, কবির মোল্লা বস্তি, ওয়াপদা কলোনি বস্তি, ঝিলপাড় বস্তি ও বালুর মাঠ বস্তিতে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি ভোটারদের কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও মেয়র হিসেবে আতিকুল ইসলামের নয় মাসের দায়িত্ব পালনকালে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ডা. শায়লা সাগুফতা ইসলাম ডিএনসিসি নির্বাচনি গণসংযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর