Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে আশুলিয়া ফার্নিচার কারখানার আগুন 


২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা : আশুলিয়ার গাজীরচটে ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আশুলিয়ার গাজীরচট এলাকায়  ল্যাগাসি নামে এক তলা টিনসেডের একটি রপ্তানীকারক ফার্নিচার কারখানায় আগুন লাগে। ।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সাভার , ধামরাই ও উত্তরা থেকে আরও ৭টি ইউনিট যোগ দেয়। তবে পানির সরবরাহে বিঘ্ন ঘটায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে কারখানার সব মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর