অ্যামাজন বসের ফোন হ্যাক করেছেন সৌদি যুবরাজ!
২২ জানুয়ারি ২০২০ ১৫:৪৭
২০১৮ সালে ফোন হ্যাক হয় অ্যামাজন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোসের। হাতিয়ে নেওয়া হয় তার ব্যক্তিগত অনেক তথ্য। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ওই ফোন হ্যাকের পিছনে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত! তবে সৌদি রাজপরিবার এ দাবি অস্বীকার করেছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।
যুবরাজ সালমান তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠান বেজোসকে। যেটিতে এমন ক্ষতিকর ফাইল সংযুক্ত করা ছিল যা খোলার সঙ্গে সঙ্গেই তথ্য-বেহাত হয়ে যায় বেজোসের।
গার্ডিয়ানের এমন দাবির বিপরীতে সৌদি রাজপরিবার জানায়, গণমাধ্যমের এ দাবি অদ্ভুত!
যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাস এক টুইটার বার্তায় এই ঘটনার তদন্ত দাবি করেছে। যাতে সব ধরনের বিষয় উঠে আসে। যদিও অ্যামাজন এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
বেজোসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যে সময়টাতে বেজোসের এই ফোন হ্যাকের ঘটনা ঘটে তখন তিনি এক টেলিভিশন উপস্থাপিকার সঙ্গে প্রেম করছিলেন। তাদের বার্তা হ্যাকিং এর কবলে পড়েছে।