Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে হামলা-পাল্টা হামলা: বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক


২২ জানুয়ারি ২০২০ ২২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খেলার মাঠে দৌড়ানোর ট্র্যাকে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির বহিষ্কার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস অবরোধের ডাক দিয়েছেন।

বুধবার (২২জানুয়ারি) রাত ৯টার দিকে অবরোধের ডাক দেওয়া হয় বলে জানিয়েছেন বিজয় গ্রুপের নেতা ইলিয়াস।

আরও পড়ুন:- খেলার মাঠে দাঁড়ানো নিয়ে চবিতে হামলা-পাল্টা হামলা

ইলিয়াস সারাবাংলাকে বলেন, আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রেজাউল হক রুবেল নির্দেশদাতা। যারা এই হামলা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতে হবে এবং সভাপতিকে বহিষ্কার করতে হবে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতে না পারা পর্যন্ত আমাদের অবরোধ চলবে। সভাপতি মেয়াদউত্তীর্ণ। তার বয়স ৩২বছর চলতেছে। সুতরাং তার ছাত্রলীগের পদবি থাকতে পারে না। যে কারণে তার নির্দেশে বারবার এরকম ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রোক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, অবরোধের বিষয়টা আমিও এখনো সঠিক জানি না। আমরা কথা বলতেছি। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।

চবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় অবরোধ