চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ৬ প্রতারক গ্রেফতার
২২ জানুয়ারি ২০২০ ২২:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র-গুলিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) গভীর রাতে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার বক্স আলী মুন্সী রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ছয়জন হলেন- আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে (২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)। তাদের কাছ থেকে একটি লোহার চেইন, একটি চাকু, চারটি মোবাইল সেট, নগদ পাঁচ হাজার টাকা, একটি সর্ট রাইফেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন সারাবাংলাকে জানান, ছয়জন পেশাদার প্রতারক চক্রের সদস্য। স্বর্ণালঙ্কার বানানোর কথা বলে তারা সম্প্রতি একজন কারিগরকে ডেকে নিয়ে যায়। তাকে কয়েকজন নারী দিয়ে ছবি তুলে জিম্মি করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে আমরা নগরীর বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার ও পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছি।’