আধুনিক ঢাকা গড়ে তুলব: আতিকুল
২২ জানুয়ারি ২০২০ ২২:৪৩
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘সবাই ১ ফেব্রুয়ারি অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন ও নৌকা মার্কায় ভোট দেবেন। আমি আপনাদের একটি সুন্দর জীবন, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষে কাজ করে যাব। সকলের জন্য গড়ে তুলব একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা।’
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত সুধীসভায় প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম এ সব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘এ ঢাকা শহর একজন শ্রমিকের, এ ঢাকা শহর একজন মজুরের, এ শহর খেটে খাওয়া মানুষদের, এই ঢাকা শহর সবার। আমি নিজেও একজন ব্যবসায়ী ছিলাম আর তাই আমি শ্রমিক ভাই-বোনদের আমি শ্রদ্ধা করি। আপনারা জানেন আমার ফ্যাক্টরিতে ১৯ হাজার শ্রমিক ভাই-বোন কাজ করে যাদের মাসের প্রথম ৭ দিনের মধ্যেই আমি বেতন দিয়ে দিতে পারি। সবাই ১ ফেব্রুয়ারি অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন ও নৌকা মার্কায় ভোট দেবেন। আমি আপনাদের একটি সুন্দর জীবন, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষে কাজ করে যাব। সকলের জন্য গড়ে তুলবো একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা।’
তিনি বলেন, ‘আপনাদের সামনে আমি ব্যক্তি আতিক হিসেবে আসিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত একজন প্রার্থী হিসেবে এসেছি। ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুকণ্যাকে যিনি আমার ওপর আস্থা রেখে আপনাদের কাছে পাঠিয়েছেন। উনার এই আস্থার প্রতিদান দিতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান।