‘মুজিববর্ষে বিনা টাকায় টেলিফোন সংযোগ দিচ্ছে বিটিসিএল’
২৩ জানুয়ারি ২০২০ ০৮:৫৫
জাতীয় সংসদ ভবন থেকে: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্টও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২২ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান, বিটিসিএলের কলরেট আনলিমিটেড প্রতিমাসে মাত্র ১৫০টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কলরেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।