Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিজের আদেশ মানবতার জন্য মাইলফলক: পররাষ্ট্রমন্ত্রী


২৩ জানুয়ারি ২০২০ ১৮:৪৮

ঢাকা: রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক আদালত (আইসিজে) বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৪টি অন্তর্বর্তী আদেশ দিয়েছে, যা মিয়ানমারকে মানতে হবে। আইসিজের এই আদেশকে মানবতার জন্য মাইলফলক এবং বিজয় হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ইকুয়েডর থেকে বলেন, এই আদেশ মানবতার জন্য একটি বিজয়, বিশ্বজুড়ে মানবাধিকার এর জন্য একটি মাইলফলক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই আদেশ গাম্বিয়া, ওআইসি, রোহিঙ্গা এবং অবশ্যই বাংলাদেশের জন্য বিজয়। সেই সাথে বিশ্ব মানবতা ও ‘মানবতার জননী’ শেখ হাসিনার বিজয়।

এদিকে, আদালতের আদেশের পর দ্য হেগের পিস প্যালেসে উপস্থিত গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর তামাদো বলেন, আজকের দিনটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চমৎকার একটি দিন।

এছাড়াও, কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রি বলেন, আইসিজের আদেশের পরপরই গাম্বিয়ার আইনমন্ত্রীকে টেলিফোন করে তিনি অভিনন্দন জানিয়েছেন।

আন্তর্জাতিক আদালত (আইসিজে) পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর