Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছরের ৩০ জুলাই হজ: ধর্মপ্রতিমন্ত্রী


২৩ জানুয়ারি ২০২০ ১৯:১০

জাতীয় সংসদ ভবন থেকে: ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ অর্থাৎ এ বছরের ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে একাদশ সংসদের ৬ষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

এর আগে বিকেল সোয়া ৪ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে ঘোষণা দেন।

প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী জানান, আগামী হজ মৌসুমে হাজিরা যাতে সুষ্ঠ ও নিরাপদে হজব্রত পালন করতে পারেন সেই লক্ষ্যে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

সুষ্ঠ হজ ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক হজচুক্তি-২০২০ সই হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২০ সালে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন।

প্রতিমন্ত্রী সংসদে জানান, সুষ্ঠু ও নিরাপদে হজব্রত পালন করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের মধ্যে রয়েছে- সৌদি আরবে হারানো হাজি, হারানো লাগেজ অনুসন্ধান এবং সরকারি ব্যবস্থাপনার বাড়িগুলোতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে; যাতে হাজিরা সহজেই অবহিত হতে পারেন। হজসংক্রান্ত বিভিন্ন তথ্য জানানর জন্য মোবাইল আ্যপস চালু করা হবে। হাজিদের ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যেগ নেওয়া হয়েছে। এছাড়া হজ এজেন্সির ডাটাবেইজ প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
এর বাইরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে ইস্যু ট্রাভেল লাইসেন্সের সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা হজ লাইসেন্সের আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদে জানানো হয়।

বিজ্ঞাপন

ধর্মপ্রতিমন্ত্রী আরও জানান, হজ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। হজ ব্যবস্থায় নিয়োজিত অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্মপ্রতিমন্ত্রী হজ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর