Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পত্রিকা পড়া, টক শো দেখা ছেড়ে দিয়েছেন ইমরান খান


২৩ জানুয়ারি ২০২০ ১৯:১১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সুইজারল্যান্ডে বৈদেশিক বাণিজ্য বিষয়ক এক সম্মেলনে যোগ দিয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জানিয়েছেন, গণমাধ্যমে তার বিরুদ্ধে চরম নেতিবাচক খবরের ছড়াছড়ি তাই পত্রিকা পড়া ও সন্ধ্যায় টক শো দেখা ছেড়ে দিয়েছেন। খবর এনডিটিভি।

ওই সম্মেলনে তিনি বলেন, তার সরকার পাকিস্তানের শাসন ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত কষ্টসাধ্য এক প্রক্রিয়া। এর সুফল ভোগ করার জন্য সবাইকে কিছুদিন ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, আপনি বেহেশতে যেতে চান, কিন্তু মারা যেতে চান না, তাহলে তো সমস্যায় পড়তেই হবে।

এর আগে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, তিনি পাকিস্তানকে শুধু কল্যাণমূলক নয় মানবিক রাষ্ট্র হিসেবেও গড়ে তুলতে চান।

ওই বৈঠকে তিনি আরও বলেন, চল্লিশ বছর ধরে তার সমালোচনা চলছে, কিন্তু দেড় বছরে মিডিয়া তাকে নাস্তানাবুদ করে ফেলেছে। তাই তিনি পত্রিকা পড়া এবং টক শো দেখা ছেড়ে দিয়েছেন।

ইমরান খান পাকিস্তান সুইজারল্যান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর