Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাবি


২৩ জানুয়ারি ২০২০ ২১:৫৪

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে মুজিববর্ষ উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ সেপ্টেম্বর ২০২০ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বঙ্গবন্ধুকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বর্ণাঢ্যভাবে মুজিববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়া মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র নির্মাণ, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি মুজিববর্ষ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর