Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরকে জিজ্ঞাসাবাদে মিললো লাশের হদিস


২৪ জানুয়ারি ২০২০ ০০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নিখোঁজের চারদিন পর নরসিংদীর শিবপুর উপজেলা থেকে রিফাত (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহের ভিত্তিতে স্থানীয় এক কিশোরকে আটক করা হয়েছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিফাত ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকায় আটক কিশোরসহ দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা স্বীকার করেছে, প্রেমঘটিত বিরোধের জের ধরে রিফাতকে গলা কেটে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়।

বিজ্ঞাপন

রিফাত নিখোঁজ হলে গত শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার অভিভাবক। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে— বলেন মোল্লা আজিজুর রহমান।

কিশোর অপরাধ গলা কেটে হত্যা লাশ গুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর