Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট


২৪ জানুয়ারি ২০২০ ০৫:২৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ০৬:৩৭

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর রাত ৪টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করছে।

এর আগে গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে এই বস্তিতে আগুন লেগে যায়। সে সময় প্রায় বস্তির প্রায় ৩ হাজার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ ও ওয়াসার একটানা তিন ঘণ্টার সম্মিলিত চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ড আগুন চলন্তিকা বস্তি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর