Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় ঘণ্টায় চেষ্টায় চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১


২৪ জানুয়ারি ২০২০ ০৬:৩৬

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকার চলন্তিকা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার সারাবাংলাকে জানান, মোট ১৫টি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর আগে ভোর রাত ৪টা ১২ মিনিটে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। বস্তিবাসীদের দাবি, আগুনে শতাধিক ঘর-বাড়ি এবং কিছু রিকশা-ভ্যান পুড়ে গেছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

কিভাবে আগুনের সূত্রপাত সেই কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

এর আগে গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে এই বস্তিতে আগুন লেগে যায়। সে সময় প্রায় বস্তির প্রায় ৩ হাজার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ ও ওয়াসার একটানা তিন ঘণ্টার সম্মিলিত চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ড আগুন চলন্তিকা বস্তি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর