Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি কমেছে বাংলাদেশে : টিআই


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০০

সিনিয়র করেসপন্ডেন্ট

তুলনামূলক কিছুটা কমেছে বাংলাদেশের দুর্নীতি। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৫ থেকে ১৭তম অবস্থানে নেমেছে।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সারা বিশ্বে একযোগে দুর্নীতির ধারণা সূচক ২০১৭ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।

টিআই-এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে সোমালিয়া। তাদের স্কোর ১০০-তে ৯। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করা নিউজিল্যান্ডের অবস্থান ১০০-তে ৮৯ তম। বাংলাদেশের স্কোর ২৮ তম।

এ ছাড়াও এই তালিকায় বাংলাদেশের সঙ্গে অবস্থান করছে গুয়েতেমালা, কেনিয়া, মৌরাতানিয়া ও লেবানন।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তান ও দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

১৮০টি দেশকে এই সূচকে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতি কমার তথ্য তুলে ধরা হলেও বাংলাদেশের বর্তমান অবস্থা এখনো উদ্বেগজনক বলে মনে করে টিআইবি।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর