Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বাউন্ডারিতেই ইনিংস শেষ আতিকুলের


২৪ জানুয়ারি ২০২০ ১৫:৪০

ঢাকা: রাজধানীর সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র একসপ্তাহ। এই সময়ে যখন প্রচারণা আর গণসংযোগ নিয়ে তুমুল ব্যস্ততা প্রার্থীর, তখন গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকার উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কি না দেখা গেল ক্রিকেটারের বেশে!

পরনে জার্সি-ট্রাউজার, পায়ে প্যাড, হাতে গ্লোভস, মাথায় হেলমেট। পুরোদস্তুর একজন ক্রিকেটার হয়েই ব্যাট হাতে মাঠে নামলেন আতিকুল ইসলাম। ক্রিজে দাঁড়িয়ে আম্পায়ারের কাছে গার্ড নিলেন। একে একে খেললেন ১১টি বল। দুই বলে দু’টি বাউন্ডারিও হাঁকালেন। চেষ্টা করছিলেন ওভার বাউন্ডারি হাঁকানোর। কিন্তু ব্যাটে-বলে মিলিছিল না। শেষ পর্যন্ত ১২তম বলটি খেলতে গিয়ে সোজা বোল্ড। ২ বাউন্ডারির ৮ রানেই শেষ হলো তার ইনিংস।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) গুলশান ইয়ুথ ক্লাবে উইকেন্ড ক্রিকেট সাব-কমিটির আয়োজনে এক প্রীতি ম্যাচে অংশ নিতেই এমন বেশ আতিকুলের। নির্বাচনি প্রচারণার চতুর্দশ দিনে এসে সেই ম্যাচ খেলতেই মাঠে নামলেন তিনি।

সেই ম্যাচে উল্লেখযোগ্য পরিমাণে রান করতে না পারলেও অবশ্য মাঠের দৃশ্য তা বলছিল না। ড্রেসিং রুমে ফিরছিলেন যখন, বেশ উচ্ছ্বসিতই দেখাচ্ছিল তাকে। দর্শকরাও করতালি দিয়ে অভিনন্দিত করলেন তাকে।

সেখানেই অবশ্য শেষ নয়, দর্শকরা ঘিরে ধরলেন তাকে। আবদার, সেলফি তুলতে হবে! অটোগ্রাফ দিতে হবে! সে আবদার অবশ্য রাখলেন আতিকুল ইসলাম। সেলফি তুললেন অনেকের সঙ্গে; যারা কাগজ-কলম এগিয়ে দিলেন, অটোগ্রাফ দিলেন তাদের।

খেলা শেষে আতিকুল ইসলাম বলেন, খেলাধুলার ভেতরে যে মনোভাব আর উদ্যম থাকে, সেটা দারুণ। আমি গুলশান ইয়ুথ ক্লাবকে ধন্যবাদ জানাই আমাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক নামকরা অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়াড় এই ইয়ুথ ক্লাব থেকেই তৈরি হয়েছেন।

বিজ্ঞাপন

খেলায় খুব একটা রান না করতে পারলেও অবশ্য তাতে অখুশি নন তিনি। বললেন, অনেকদিন পর গার্ড, প্যাড সবকিছু পরে ক্রিকেট খেললাম। খেলে মনে হলো, খেললে খেলা যাবে। চার তো মেরেছি, ছক্কাও মারা যাবে।

তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার কথা জানালেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। তিনি বলেন, তরুণরা জাতির ভবিষ্যৎ। তাদের দেহ, মন সুস্থ ও সবল রাখতে অবশ্যই খেলার মাঠে ফিরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। এই ঢাকা শহরকে মাদকমুক্ত করে গড়ে তুলতে হলে আমাদের খেলার মাঠের সংখ্যা বাড়াতে হবে।

আতিকুল বলেন, আমি যে ৯ মাস দায়িত্ব পালন করেছি, ওই সময় চেষ্টা করে গেছি বিভিন্ন অবৈধ স্থান দখলমুক্ত করে খেলার মাঠ করার জন্য। নির্বাচিত হলে ভবিষ্যতেও এই কাজ করে যাব। ঢাকাকে মাদকমুক্ত করে গড়ে তুলবই।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসি মেয়র প্রার্থী সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর