Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে টাইপোগ্রাফি প্রদর্শনী


২২ জানুয়ারি ২০২০ ১৭:১৯

ঢাকা: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সৃজনশীল টাইপোগ্রাফিক ডিজাইন নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘স্কিল এন্ড আইডিয়া’ কোর্সের অংশ হিসেবে বিভিন্ন ধরণের বাংলা ক্যালিগ্রাফি ,নতুন ডিজাইনের বাংলা বর্ণমালা, শেপ টাইপোগ্রাফি ছিল এ প্রদর্শনী অনুষ্ঠানে।

২০ ও ২১ জানুয়ারি দুইদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন্নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল হালিম শেখ, প্রক্টর ড. গোলাম মোস্তফা, বিভাগের কোঅরডিনেটর শেখ সাহাবুদ্দিন আহমেদসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা।

রাজধানী ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে বিভাগীয় ভবনে প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। ক্লাসের ব্যস্ততার বাইরে ক্যানভাসে চিত্রিত ডিজাইনভিত্তিক এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়।

বিভাগের ৩২তম ব্যাচের মোট ২৯ জন শিক্ষার্থী এ প্রদর্শনীতে অংশ নেন। এ আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর