লাউয়াছড়ায় গাছ চুরির চেষ্টা; গাড়ি ও মূল্যবান গাছ উদ্ধার
২৫ জানুয়ারি ২০২০ ০৫:২৩
মৌলভীবাজার: অব্যাহত গাছ চুরির ফলে চরম হুমকির মুখে পড়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। সংঘবদ্ধ গাছচোরচক্র লাউয়াছড়া বনের মূল্যবান গাছ চুরি করে অবাধে পাচার করায় বন্য-প্রাণীরাও হারাচ্ছে নিরাপদ আশ্রয়স্থল।
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে ১২টি মূল্যবান গাছ কাটে চোরচক্র। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগমারার ক্যাম্প সংলগ্ন বাগড়াবাড়ি নামক স্থান থেকে ৫ টি ও মুজিবের টিলা নামক স্থান থেকে ৭ টি চিকরাশি সহ-১২ টি বিভিন্নপ্রজাতির মূল্যবান গাছ কেটে ফেলে গাছ চোরচক্র।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে স্থানীয় সংঘবদ্ধ একটি গাছ চোরচক্র চিকরাশি সহ বিভিন্ন প্রজাতির ১২ টি গাছ কেটে ট্রাকে তোলার সময় বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে গাছ ও ট্রাক গাড়ি ফেলে পালিয়ে যায় চোরচক্র।
লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন গাছ কাটা হচ্ছে টের পেয়ে সহযোগিদের নিয়ে ধাওয়া করলে তারা গাছের খণ্ডাংশসহ ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটিকে জব্দ করা হয় গাছের টুকরাগুলো উদ্ধার করা হয়।
এদিকে প্রায় দুই বছরের অধিক সময় ধরে দমে যাওয়া সংঘবদ্ধ গাছচোরচক্র এখন আবার সক্রিয় হয়ে ওঠেছে বলে অভিযোগ করেন বাপা মৌলভীবাজার জেলার সমন্বয়ক আ ন ম সালেহ সুহেল।
শুক্রবার সরেজমিন লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভিন্ন বিটে গিয়ে দেখা যায়, গতকাল রাতে চোরচক্র কর্তৃক কাটা গাছের অংশগুলো ক্যাম্পে নিয়ে যাচ্ছেন বনবিভাগের লোকজন।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার পাকা সড়ক থেকে অনেক ভেতরের গাছগুলোকে করাত দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করা হয়। এই একেকটি গাছের বয়স বিশ থেকে ত্রিশ বৎসর বয়সের। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জকর্মকর্তা মোনায়েম হোসেন সারাবাংলাকে বলেন, ‘গাছগুলো উদ্ধার করেছি এবং চুরির কাজে ব্যবহৃত ট্রাক গাড়িটি জব্দ করেছি। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।’