Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরে চালু ‘শর্তযুক্ত’ ইন্টারনেট, ব্যবহার করা যাবে না ফেসবুক


২৫ জানুয়ারি ২০২০ ১৩:২৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৪:০৩

বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের পাঁচ মাস পর ভারতের কাশ্মিরে ফের চালু হয়েছে মোবাইল ইন্টারনেটসেবা। প্রিপেইড ও পোস্টপেইড মোবাইল সিমগুলোতে শনিবার (২৫ জানুয়ারি) থেকে ২জি ইন্টারনেট চালু করা হয়েছে। তবে এই ইন্টারনেট ব্যবহার করে মাত্র ৩০১টি ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। নিষেধাজ্ঞা বহাল থাকছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জম্মু ও কাশ্মিরের হোম ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ২৫ জানুয়ারি থেকে ফের চালু হচ্ছে ইন্টারনেট। তবে এই ২জি ইন্টারনেট সেবায় শুধুমাত্র অনুমোদিত ওয়েবসাইটগুলো দেখা যাবে। এখনো নিষেধাজ্ঞায় রয়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম।

এর আগে, গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সময় কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইন্টারনেটসেবা বন্ধ করা হয় জম্মু ও কাশ্মির অঞ্চলে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে ইন্টারনেট পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিলেও, তা এতদিনেও করেনি বিজেপি সরকার। এ নিয়ে দেশ-বিদেশি সমালোচনার মুখে ছিল ভারত। অবশেষে শর্তারোপ করে ২জি ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া হলো কাশ্মিরিদের।

ইন্টারনেট কাশ্মির ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর