Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাস্টমস দিবসে ৪ চ্যানেলে ‘স্বর্ণমানব ৩’


২৫ জানুয়ারি ২০২০ ১৫:২৩

আগামী ২৬ জানুয়ারি রবিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষ্যে তিনটি টেলিভিশনে প্রচারিত হবে শুল্ক সচেতনতাকে উপজীব্য করে নির্মিত নাটক ‘স্বর্ণমানব ৩’। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আরটিভি, রাত ১১টা ৩০ ‍মিনিটে এনটিভি ও বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি। এছাড়া ২৭ জানুয়ারি দুপুর ২টায় চার চ্যানেলেই একযোগে  নাটকটির পুনঃপ্রচার হবে।

‘স্বর্ণমানব ৩’ লিখেছেন ড. মইনুল খান। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, অপর্না ঘোষ, আরফান, আমানুল হক হেলাল, সুজাত শিমুল, খালিদ মাহমুদ।

বিজ্ঞাপন

ড. মইনুল খান জানান, গভীর সমুদ্রে চোরাচালানী অপরাধের দুর্লভ চিত্রকাহিনি অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে এই পর্বে। সরকারি সংস্থা কীভাবে এসব অপরাধ সামাল দেয় তা উঠে এসেছে নাটকে।

স্বর্ণমানবের তৃতীয় পর্ব ধারণ করা হয়েছে চট্টগ্রামের বন্দরের গভীর সমুদ্রে। দেশের সর্ববৃহৎ এই বন্দরকে ঘিরে চোরাচালান চক্রটি কীভাবে কাজ করে এবং তাদের পরিকল্পনা ও অপকর্মের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকে।

এর আগে স্বর্ণমানবের আরও দুটি পর্ব প্রচারিত হয়েছে।

কাস্টমস দিবস স্বর্ণমানব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর