Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিক্ষুকের কাছে নবজাতক রেখে নারীর চম্পট


২৫ জানুয়ারি ২০২০ ১৭:২৩

ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক ভিক্ষুকের কাছে নবজাতক রেখে এক নারী পালিয়ে গেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে।

সঠিক যত্ন নিশ্চিত করতে পুলিশ হেফাজতে কন্যা শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গত শুক্রবার রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এক নারী বাসস্ট্যান্ডে বসে থাকা ভিক্ষুকের কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান, কিন্তু তিনি আর ফিরে আসেননি। এ ব্যাপারে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে। তার কোনো ধরনের শারীরিক সমস্যা নেই।

শিশুটিকে সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হবে বলে জানান মো. শাহিন। এ প্রসঙ্গে ভৈরব উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ বলেন, নবজাতক শিশুটিকে আমরা পর্যবেক্ষণ করেছি। বিধি অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা জানান, শিশুটির ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতক উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর