Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের কাছে রেখে যেতে চাই: অর্থমন্ত্রী


২৫ জানুয়ারি ২০২০ ১৭:৫৮

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের কাছে রেখে যেতে চাই।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় নিজ বাড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মেলা অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এটি শ্বাশত সত্য। এই সত্যকে আবার নতুন করে মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন- তাদের সেই স্মৃতিকে ফিরিয়ে আনা। মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে এখনও আমাদের মাঝে আছেন- তাদের একত্র করাও আমাদের উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে দেখেছেন, তাদের কাছে তিনি একরকম। এখনকার যে তরুণ সমাজ, তারা বঙ্গবন্ধুকে দেখে নাই। এমনকি মুক্তিযুদ্ধ করার সুযোগও পায়নি। তাদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেওয়া; সে সময় কোনো কারণে যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখেনি, তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মেলা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমি খেয়াল করলাম যে, কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। সবাইকে সম্পৃক্ত করা না গেলে, আমাদের সমস্ত আয়োজন ও উদ্দেশ্য ব্যর্থ হবে। আমি এই এলাকার নির্বাচিত এমপি। এখানে দশ লাখ লোকের বসবাস। আর ভোটারের সংখ্যা সাড়ে পাঁচ লাখ। এখানে একটা বিরাট জনগোষ্ঠী। লক্ষ্য করলাম যে, যদি আমি এটি শুরু করতে পারি, তাহলে অন্যান্য এমপি ও মন্ত্রীরা এগিয়ে আসবেন।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে ওয়ান টু ওয়ান গিয়েছি। তাদেরকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং সম্পৃক্ত করতে পেরেছি। এটিই আমাদের সফলতা। মানুষকে সম্পৃক্ত করে, তাদের সামনে একটি আদর্শকে উপস্থাপন করা। আর সেটি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। এই আদর্শ আগামী প্রজন্মের কাছে; যারা এই পৃথিবীতে আসে নাই তাদের কাছেও রেখে যেতে চাই। আজকের এই দিনটি হবে একটি সেতুবন্ধন।

এ সময় অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামাল বলেন, ‘আমাদের স্বার্থকতা হচ্ছে, কুমিল্লা-১০ আসনের সবাই একত্রিত হয়ে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে অনুষ্ঠানটিতে কাজ করেছে। অন্য অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানটির পার্থক্য একটাই- সেটি হলো, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। এই অনুষ্ঠান এর আগে কখনো আমাদের জীবনে আসেনি, কখনও আসবেও না। এটি বাঙালি জাতির সৌভাগ্য।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী প্রজন্ম আদর্শ প্রজন্ম বঙ্গবন্ধু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর