Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ ফেব্রুয়ারি শুরু নারীদের উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প


২৫ জানুয়ারি ২০২০ ১৯:১৫

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে নিজেদের উদ্ভাবনী ধারণা নিয়ে নিত্য নতুন কর্মবাজার তৈরিতে অবদান রাখছে বাংলাদেশের নারীরা। তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মধ্যে উদ্যোক্তা হয়েছেন এমন নারীদের জন্য আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী আবাসিক গার্লস উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প। এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণী উদ্যোক্তাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আগামী ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি ঢাকার লালমাটিয়াতে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পের বিভিন্ন সেশনে যেমন উপস্থিত থাকবেন উদ্যোক্তা হিসেবে দেশের সফল ব্যাক্তি, উদ্যোক্তা সহায়তা দেওয়া প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

গত বছরের ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর দেশের বিভিন্ন প্রান্তের মোট ৩১ জন মেয়ের অংশগ্রহণে এমন একটি বুটক্যাম্পের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দোহাটেক নিউমিডিয়ার চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা, সহজ ডট কমের ম্যানেজিং ডিরেক্টর মালিহা কাদির, মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, ভেঞ্চার পরামর্শক শওকত হোসেন, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানা খান, গিগা টেকের ম্যানেজিং ডিরেক্টর সামিরা জুবেরি হিমিকা, প্রথম আলো ডিজিটালের প্রধান জাবেদ সুলতান, পাঠাওয়ের হেড অব মার্কেটিং সৈয়দা নাবিলা মাহবুব, গ্রামীণ টেলিকম ট্রাস্টের হেড অফ এইচ আর অ্যান্ড এডমিন কাজি শায়লা শারমিন, কমব্যাট জিমের উদ্যোক্তা শামিমা তুলি, স্টোরি টেলার হাসান বেনাইল ইসলামসহ অন্যরা।

এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও ফোন ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোন ফি লাগবে না। www.bdosn.org/gibc থেকে ক্যাম্পে অংশগ্রহণ ও এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কর্মবাজার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীদের উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর