Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহস করে ভোটটা দিন, ক্ষমতা ফিরিয়ে দেবো, ভোটারদের উদ্দেশে তাবিথ


২৬ জানুয়ারি ২০২০ ১২:০৩

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সামনে আরও ভয়-ভীতি আসতে পারে। তবুও আপনারা ভয় পাবেন না। এক তারিখে সাহস করে ভোটটা দিন। জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া ক্ষমতা ভোটে নির্বাচিত হয়ে ফিরিয়ে দেব।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর কড়াই বস্তি এলাকায় নির্বাচনি প্রচারণায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তাবিথ ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি সাহস করে ১ তারিখে ভোট দেন এবং জনগণের রায় নিয়ে নির্বাচিত হই তবে কথা দিচ্ছি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চাই। মনে রাখবেন, সামনে আরও অনেক ভয়-ভীতি আসবে। তবুও সাহস করে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং জন রায় দিন, কাকে আপনারা নগরীর উন্নয়নে যোগ্য মনে করেন।’

তিনি আরও বলেন, ‘এ কড়াই বস্তিসহ রাজধানীর বস্তিগুলোতে আমি হেঁটেছি। আমি দেখেছি এসব বস্তিতে অধিকাংশই শিশু। তাই তাদের প্রথমেই শিক্ষা এবং চিকিৎসাটা নিশ্চিত করতে চায়। সেই সঙ্গে পুনর্বাসনের লক্ষ্য যা যা করণীয় সব করা হবে। তবে পুনর্বাসনের আগে কাউকে উচ্ছেদ করা হবে না।’

তাবিথ বলেন, ‘দেশের সবচেয়ে বড় ধনীরা যেখানে বসবাস করে, সেই গুলশান-বনানীর পাশেই আবার দেশের সবচেয়ে হত দরিদ্ররা বসবাস করছে। এমন বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই তাদেরকে উপযুক্ত পুনর্বাসন।’

নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে তাবিথ বলেন, ‘জনগণের মধ্যে যে শঙ্কার সৃষ্টি হয়েছে সেটি আমলে নিয়ে ইসির উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকত তাহলে জনগণের মধ্যে শঙ্কার সৃষ্টি হত না।’

রোববার তাবিথ আউয়ালের ১৭তম দিনের প্রচারণায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, সাবেক এমপি শাম্মী আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

তাবিথ নির্বাচন ভোট সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর